About Me: আমি থাকি বাংলাদেশের গাজীপুর জেলায়। গল্পের বই, কবিতার বই পড়তে পছন্দ করি। আমি যদিও কোন প্রগ্রামার নই তবু্ও এই বিষয়ে খুব্ই আগ্রহ। শখের বসে মাঝে মাঝে টুক টাক কোডিং করবার চেষ্টা করে থাকি। মাঝে মাঝে গল্প কবিতা লিখবার চেষ্টা করে থাকি, যা খুবই অখাদ্র হয় প্রতিটাই।